Logo

রাজনীতির ময়দানে আসছেন কি জাইমা রহমান?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ১৭:৫৮
রাজনীতির ময়দানে আসছেন কি জাইমা রহমান?
জায়মা রহমান | ফাইল ছবি

বিএনপির রাজনীতিতে কি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে রাজনীতিতে জাইমার ভূমিকা ও উপস্থিতি নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে কিংবা তার প্রতিনিধি হিসেবে জাইমা রহমানের অংশগ্রহণ দলটির নেতাকর্মী ও সমর্থকদের দৃষ্টি কেড়েছে। দাদির ব্যক্তিত্ব, সংযত আচরণ এবং নীরবে কাজ করার প্রবণতার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। ফলে তাকে ঘিরে বিএনপির ভেতরে নতুন প্রত্যাশা ও আগ্রহ তৈরি হয়েছে।

শৈশবেই যুক্তরাজ্যে বসবাস শুরু হলেও দেশের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে সংযোগ অটুট রেখেছেন জাইমা রহমান—এমনটাই মনে করেন দলের নেতারা। দেশে ফেরার পর বাবার পাশে থেকে পারিবারিক শোক সামাল দিতে তাকে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে দেখা গেছে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তারেক রহমানের সঙ্গে জাইমার উপস্থিতি ছিল নজরকাড়া। এ সময় বাবাকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধির সঙ্গে মেয়েকে পরিচয় করিয়ে দিতেও দেখা গেছে।

বিজ্ঞাপন

রাজনীতিতে সরাসরি যুক্ত না থাকলেও এর আগেও নানা কারণে আলোচনায় এসেছেন জাইমা রহমান। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি। পাশাপাশি প্রবাসী ভোটারদের অধিকার নিয়ে বিএনপির একটি আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়েও বক্তব্য রাখেন।

দলীয় কর্মসূচিতে সরাসরি উপস্থিতি এখনো সীমিত হলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার প্রণয়ন ও প্রচারকাজে তার ভূমিকা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতে, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠার কারণে জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকা কঠিন। দলের অনেক নেতাকর্মীও মনে করছেন, নতুন প্রজন্মের ভাবনা ও আকাঙ্ক্ষা বিএনপির রাজনীতিতে তুলে ধরতে পারেন তিনি।

তবে কবে এবং কীভাবে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সময় যাই হোক, পারিবারিক উত্তরাধিকার বহনের পাশাপাশি নিজ যোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতা প্রমাণের বড় চ্যালেঞ্জ যে তার সামনে অপেক্ষা করছে—এ বিষয়ে একমত রাজনৈতিক পর্যবেক্ষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD