তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে গত আগস্টে ঢাকায় আসেন ইমরান হায়দার। সাক্ষাৎকালে দুই পক্ষই সৌজন্য ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে সূত্রে জানা গেছে।
এদিকে একই দিন রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটির সভাপতিত্ব করবেন তারেক রহমান।
বিজ্ঞাপন
দলীয় সূত্র জানায়, এটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয় এবং নির্দিষ্ট এজেন্ডা নেই। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, বৈঠকের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত করার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, দলের স্থায়ী কমিটির সদস্যরা ইতিমধ্যেই তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে অনুমোদনের জন্য পরামর্শ দিয়েছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য বৈঠকের সিদ্ধান্তের প্রতীক্ষা রয়েছে।








