Logo

গোপন রাজনীতির সুফল ভোগ করছে একটি ছাত্র সংগঠন: নজরুল ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ১৮:১৩
গোপন রাজনীতির সুফল ভোগ করছে একটি ছাত্র সংগঠন: নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় একটি ছাত্র সংগঠন গোপনে রাজনীতি চালিয়ে এসেছে এবং এখন সেই কৌশলের সুফল ভোগ করছে। তবে বিএনপি কখনোই এমন আড়ালে রাজনৈতিক তৎপরতাকে সমর্থন করে না বলে তিনি স্পষ্ট করেন।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম চালানোর সুযোগ থেকে বঞ্চিত ছিল। বিপরীতে, যারা সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন, তারা নীরবে নিজেদের সংগঠন পরিচালনা করে গেছেন। তার মতে, এ ধরনের পদ্ধতিকে বিএনপি ইতিবাচক বা আদর্শ রাজনীতি হিসেবে বিবেচনা করে না, ফলে এমন ফলাফলও তারা প্রত্যাশা করে না।

শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার জিয়া উদ্যানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে অনুষ্ঠিত এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার দীর্ঘ রাজনৈতিক লড়াই ও আত্মত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া যে রাজনৈতিক আদর্শ ও উত্তরাধিকার রেখে গেছেন, তা বিএনপির জন্য অনুপ্রেরণার উৎস।

একই সঙ্গে তারেক রহমান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, তারেক রহমান বাবা-মায়ের আদর্শ অনুসরণ করে রাজনীতিতে এগিয়ে যাবেন এবং যেখানে তার মা থেমেছিলেন, সেখান থেকেই পথচলা শুরু করবেন।

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে নজরুল ইসলাম খান জানান, খুব শিগগিরই বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। নির্বাচন পরিচালনা ও ইশতেহার প্রণয়ন—এই দুটি ভিন্ন বিষয় এবং ইশতেহার তৈরিতে একটি আলাদা টিম কাজ করছে।

দলীয় সিদ্ধান্তের বাইরে যেসব প্রার্থী নির্বাচন করছেন, তাদের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দলের, নির্বাচন পরিচালনা কমিটির নয়। বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে এবং অনেকে ইতোমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত জরুরি। এ বিষয়ে সরকারকে আগেও আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজন হলে আবারও জানানো হবে। সরকার যদি সক্রিয় ও বিচক্ষণ ভূমিকা নেয়, তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব এবং এ ক্ষেত্রে বিএনপি সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD