Logo

শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন বিদ্রোহী প্রার্থীরা, আশা বিএনপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ২০:০০
শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন বিদ্রোহী প্রার্থীরা, আশা বিএনপির
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান আশা প্রকাশ করেছেন, দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়া বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করবেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদেরকে মনোনয়ন প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কেউ প্রার্থিতা প্রত্যাহার না করে, আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। অনেক জায়গা থেকে ইতিমধ্যেই প্রত্যাহারের খবর পেয়েছি। আশা করছি, তারা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদক্ষেপ নেবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপির মতো বড় দলে যোগ্য প্রার্থী অনেক। অনেকে মনে করেছেন, দল থেকে মনোনীত হলে ভালো হতো, তাই তারা প্রার্থী হয়েছেন। তবে প্রত্যাহারের সময় এখনো শেষ হয়নি। দল আশা করে, সবাই দলের আদেশ মানবেন।

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে রেখে গেছেন। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তার মা যেখানে কাজ শেষ করেছিলেন, সেখান থেকেই তিনি পথ চলা শুরু করবেন। আমরা বিশ্বাস করি, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনবেন। এই কাজে গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।

নজরুল ইসলাম খান জানান, বিএনপির নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির কাজ চলমান রয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের (জকসু) প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, দীর্ঘদিন আমাদের ছাত্র সংগঠন প্রকাশ্যে কাজ করতে পারেনি। অন্য একটি সংগঠন সরকারি দলের ছত্রছায়ায় কৌশলে দীর্ঘ সময় কাজ করেছে, যার সুফল তারা এখন ভোগ করছে। তবে আমরা এমন কৌশলকে সমর্থন করি না। এটি একটি রূপান্তরমূলক সময়ের নির্বাচন; এটি শেষ নয়।

এদিন ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি’ আয়োজিত প্রদর্শনী পরিদর্শনের পর নজরুল ইসলাম খান সংগঠনের সদস্যদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। সমাবেশে বিএমসিএসের সভাপতি মারুফা রহমান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD