পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান

দেশে ফিরে প্রথমবারের মতো ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এর আগে তিনি সাধারণত বুলেটপ্রুফ গাড়ি বা দলীয় বাসে চলাফেরা করতেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি গুলশান-২-এর ৮৬ নম্বর রোডে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। তার আগে নৌবাহিনীর সদর দপ্তরে মসজিদের জুমার নামাজ আদায় করেছিলেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন এবং পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।
বিজ্ঞাপন
দলের কর্মকর্তারা জানিয়েছেন, তারেক রহমান হঠাৎ করেই পায়ে হেটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারাও সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে তাঁর নিরাপত্তা নিশ্চিত করেন।
কালো স্যুট পরিহিত অবস্থায় তিনি অফিসে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন আতিকুর রহমান রুমন ও প্রধান নির্বাপত্তা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।
বিজ্ঞাপন
রাস্তার পাশে দাঁড়িয়ে যারা তাকে চিনতে পেরেছেন, তারা হাত নেড়ে স্বাগত জানাতে দেখা গেছে। এটি রাজনৈতিক ও সাধারণ জনগণের কাছে তারেক রহমানের আরও ঘনিষ্ঠ ও প্রাকৃতিক উপস্থিতি হিসেবে ধরা হচ্ছে।








