Logo

তারেক রহমানের ডিজিটালি বার্তা জাতিকে আশান্বিত করেছে: ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৩:০৩
তারেক রহমানের ডিজিটালি বার্তা জাতিকে আশান্বিত করেছে: ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র জনগণ এখন এক বুকভরা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে দূর থেকে তিনি ডিজিটালি যে বার্তাগুলো দিয়েছেন, তা জাতির সামনে এসেছে। এই বার্তাগুলো জাতিকে নতুনভাবে আশান্বিত করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আশান্বিত হওয়ার প্রধান কারণ হলো এবার সত্যিকার অর্থে উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাংবাদিক নেতাদের মন খুলে কথা বলার জন্য অনুরোধও করেন ফখরুল। তিনি বলেন, আজকে আমি কথা বলতে আসিনি। আজ আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলবেন, আমরা শুনবো। যদিও ঠান্ডা লাগার কারণে তার কণ্ঠে কিছুটা সমস্যা হয়েছে, তবুও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে খুবই উৎসুক।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে রাজনৈতিক নেতারা এবং সাংবাদিকরা একত্রিত হয়ে দলের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD