Logo

লেভেল প্লেয়িং ফিল্ড আছে, এমন আত্মবিশ্বাস নেই এনসিপির: নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৭:০১
লেভেল প্লেয়িং ফিল্ড আছে, এমন আত্মবিশ্বাস নেই এনসিপির: নাহিদ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) ইইউর চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ এবং আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়াসসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ইউরোপীয়ান ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। তারা চায় নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই তা গ্রহণ করবে। এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্নে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর ভাবনা ও উদ্বেগ জানতে আগ্রহী এবং সকল দলের সহযোগিতা চেয়েছে। এনসিপিকেও তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তবে নাহিদ ইসলাম উল্লেখ করেন, সরকার বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের কারণে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস সব রাজনৈতিক দলের নেই, এমনকি এনসিপিরও নেই। প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা গেলে নির্বাচনী মাঠে অসমতা তৈরি হতে পারে।

মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাহিদ বলেন, কিছু মূলধারার গণমাধ্যম এনসিপিকে লক্ষ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে। আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনকে বারবার জানাচ্ছি এবং ধারাবাহিকভাবে আপডেট দেব। মাঠে কী ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে, সেটাও কমিশনকে জানানো হবে।

বিজ্ঞাপন

নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তিনি সতর্কতা জারি করেন। শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়া ও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় মাঠে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন নাহিদ।

তিনি বলেন, সরকার কিছু উদ্যোগ নিয়েছে, তবে আশঙ্কা পুরোপুরি কাটেনি। তবুও এনসিপি মাঠে কাজ চালিয়ে যাবে এবং ২১ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার হবে।

বিজ্ঞাপন

এছাড়া আসন সমঝোতা প্রসঙ্গে নাহিদ জানান, এনসিপির অবস্থান শিগগিরই স্পষ্ট হবে। আগামী ১১ বা ১২ জানুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। জামায়াত ও এনসিপির জোট নির্বাচনী প্রস্তুতিতে অনেকখানি এগিয়ে রয়েছে এবং গণভোটের পক্ষে ইতিমধ্যে প্রচারণা শুরু হয়েছে। আসন সমঝোতার ঘোষণা এলে আর বড় কোনও চ্যালেঞ্জ থাকবে না।

নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা, মিডিয়ার ভূমিকা ও আসন সমঝোতার বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি তুলে ধরে নাহিদ ইসলাম জানিয়েছেন, দলের লক্ষ্য হচ্ছে সমতাভিত্তিক, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD