১২ জানুয়ারির মধ্যে আসছে জামায়াত জোটের আসন বণ্টনের ঘোষণা

জামায়াত জোটের অংশীদার দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই প্রকাশ করা হবে। আগামীকাল বা পরশুর মধ্যেই জোটের মোট আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীতে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। ইইউ প্রতিনিধিরা নিরপেক্ষ অবস্থান বজায় রেখে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
বৈঠকে এনসিপির পক্ষ থেকে ভোটের মাঠে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে বিদ্যমান শঙ্কার বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তার ভাষায়, একটি বিশেষ রাজনৈতিক দলকে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে নিরাপত্তা ও বাড়তি সুবিধা দেওয়ার কারণে গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে ভিন্ন বার্তা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে।
তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হলে ভোটের পরিবেশ আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের পরিস্থিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
এসময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তার অভিযোগ, নির্বাচন কমিশন ঋণখেলাপিদের মনোনয়নও বৈধ ঘোষণা করছে, যা নির্বাচনী আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং সমতার ভিত্তিতে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করতে পারে।
জামায়াত জোটের আসন সমঝোতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ১২ জানুয়ারির মধ্যেই জোটের আসন বণ্টনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।








