Logo

মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন হবে না: জাপা মহাসচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৮:৪১
মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন হবে না: জাপা মহাসচিব
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নির্বাচনি প্রক্রিয়ায় মবের দৌরাত্ম্য সুষ্ঠু ভোটের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন (ইসি) যদি মব দমন না করে, তাহলে নির্বাচনের সুষ্ঠু আয়োজনের কোনো সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব আরও বলেন, ইসির দাঁত আছে, কিন্তু শুধু দাঁত থাকলেই হবে না; তা কামড় দিতে হবে। নির্বাচন কমিশনকে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে হবে, এবং বর্তমান সরকারের কার্যক্রমও নিয়ন্ত্রণে রাখতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি ঠিক করতে পারেননি। রিটার্নিং কর্মকর্তারা ভয়ে প্রার্থীদের কাগজপত্র নিতে পারেননি।

বিজ্ঞাপন

তিনি জানান, জাপা থেকে ২৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র পেয়েছিলেন, যার মধ্যে ২২৪ জন জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা ৩০ জনের মনোনয়ন বাতিল করেছেন এবং ২৫ জনের বেশি প্রার্থী আপিল করেছেন।

আপিলের প্রথম দফায় চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, একটি পেন্ডিং রয়েছে, এবং বাকি আবেদনও শিগগিরই বিবেচনা হবে বলে আশা প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD