Logo

আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৩:৪৯
আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আজ বুধবার (১৪ জানুয়ারি) দেওয়া হবে। তবে সেই সংবাদ সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় ইসলামী আন্দোলন আপাতত অংশগ্রহণ করছেন না।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আজ দুপুরে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দলীয় শীর্ষ নেতৃত্ব আসন সমঝোতায় থাকা বা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ এক মিডিয়া ইনভাইটেশনের মাধ্যমে জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন না।

দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ জানান, গত রাতের শীর্ষ নেতাদের বৈঠকে বিভিন্ন মতামত এসেছে। আজ দুপুরে কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে এসব আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দলের এক শীর্ষ নেতা আরও জানান, পূর্বে বিভিন্ন সরকারের আমলে আসন সমঝোতার প্রস্তাব এসেছে। তবে এবার ১১ দলীয় জোটের শরিক হিসেবে ইসলামী আন্দোলনের সঙ্গে কিছু অনিয়ম ও সমন্বয়হীনতা স্পষ্ট। জোটের শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ না করে কিছু আসন একপাক্ষিকভাবে বণ্টিত হওয়ায় এ দূরত্ব তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জোটের সমমানসিকতা ও সমঝোতা এখন আসন ভাগাভাগার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভুল, একপাক্ষিক সিদ্ধান্ত এবং সন্দেহের সৃষ্টি এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় কোনো বিভ্রান্তি বা সংঘাত দেখা দিতে পারে।

গত রাতে অনুষ্ঠিত আলোচনায় ইসলামী আন্দোলনের নেতারা আসন সমঝোতায় থাকা বা না থাকার সুবিধা-অসুবিধা নিয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন। কেন্দ্রীয় মজলিসের আজকের বৈঠকে এসব বিষয় চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

এভাবে, আজকের দিনটিতে ১১ দলীয় জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা হওয়া সত্ত্বেও ইসলামী আন্দোলনের অবস্থান এখনও অমীমাংসিত থাকায় রাজনৈতিক মহলে অপেক্ষা এবং জল্পনা বৃদ্ধি পেয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD