Logo

রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকদের দাবি শুনলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৮:০৪
রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকদের দাবি শুনলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে রাজপথে অবস্থানরত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও দাবির কথা শুনেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গুলশানে নিজের বাসভবন থেকে দলের চেয়ারপারসনের কার্যালয়ের দিকে যাওয়ার পথে সড়কে শিক্ষকদের জটলা দেখতে পেয়ে তিনি গাড়ি থামান এবং নেমে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

এ সময় শিক্ষকরা তাদের নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, অনিশ্চয়তা এবং ন্যায্য অধিকার আদায়ের বিষয়গুলো সরাসরি তার সামনে তুলে ধরেন।

বিজ্ঞাপন

সড়কের পাশে দাঁড়িয়েই শিক্ষকদের প্রতিটি দাবি মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ, আর্থিক সংকট ও সামাজিক দুরবস্থার কথা শুনে তিনি শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের কষ্টের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

তিনি বলেন, ভবিষ্যতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধান করা হবে। দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

তারেক রহমানের এই আকস্মিক মানবিক উদ্যোগে আন্দোলনরত শিক্ষকরা সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, রাজপথে নেমে একজন শীর্ষ রাজনৈতিক নেতার সরাসরি সাধারণ মানুষের কথা শোনা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD