সপরিবারে যমুনায় যাচ্ছেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে বহনকারী গাড়িবহর যমুনার দিকে যাত্রা শুরু করে।
বিজ্ঞাপন
এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। এই বৈঠকে কোনো রাজনৈতিক এজেন্ডা বা আনুষ্ঠানিক আলোচনা নেই বলে তিনি স্পষ্ট করেন।
দীর্ঘদিন পর দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখা হলেও সংশ্লিষ্টরা বলছেন, এটি মূলত পারস্পরিক কুশল বিনিময় ও সৌজন্য বিনিময়ের অংশ।
বিজ্ঞাপন
এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় তাদের আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি প্রসঙ্গ উঠে আসে। ওই বৈঠকের ধারাবাহিকতায় ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের আয়োজনের বিষয়ে ধারণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার কথা জানানো হয়।
উল্লেখ্য, প্রায় ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার সঙ্গে দেশে ফেরেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজ্ঞাপন
সৌজন্য সাক্ষাৎ হলেও দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক নানা আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। তবে বৈঠক শেষে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।








