Logo

বাহরাইনের পোস্টাল ব্যালট ভিডিও মিথ্যা ও ভিত্তিহীন, দাবি জামায়াতের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ২০:১৬
বাহরাইনের পোস্টাল ব্যালট ভিডিও মিথ্যা ও ভিত্তিহীন, দাবি জামায়াতের
ছবি: সংগৃহীত

বাহরাইনে পোস্টাল ব্যালট সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ। এই ঘটনায় জামায়াতের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে দলটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, বাহরাইনের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিদেশি রাজনৈতিক দল সেখানে শাখা বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। জামায়াতে ইসলামী সবসময় সংশ্লিষ্ট দেশের আইন ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে।

বিজ্ঞাপন

হামিদুর রহমান আযাদ আরও বলেন, বাংলাদেশের নির্বাচনী আইন অনুসারেও বিদেশে জামায়াতের কোনো কমিটি বা সাংগঠনিক কাঠামো নেই। ফলে যেখানে দলীয় কাঠামোই নেই, সেখানে কোনো নেতাকর্মীর জড়িত থাকার প্রশ্ন ওঠে না। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রচার করা হচ্ছে।

এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সঠিক তথ্য উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা অভিযোগের অবসান ঘটাতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করে জামায়াত। একই সঙ্গে তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে নির্বাচনী প্রচারণা ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, বিধি অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও অনেক রাজনৈতিক দল তার আগেই প্রচারণায় নেমেছে। অথচ এসব ক্ষেত্রে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে অহেতুক হয়রানি ও জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

হামিদুর রহমান আযাদ আরও দাবি করেন, ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী কর্মকর্তাদের একপাক্ষিক আচরণ নির্বাচনের সমতা ও ন্যায়সংগত পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, নির্বাচন কমিশনে জমা দেওয়া শত শত অভিযোগের এখনো কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।

সবশেষে জামায়াতের এই নেতা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় কমিশনের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD