Logo

‘দুর্নীতি ও খুনের রাজনীতি নয়, তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১১:৪২
‘দুর্নীতি ও খুনের রাজনীতি নয়, তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই’
ছবি: সংগৃহীত

দুর্নীতি, চাঁদাবাজি ও খুনের রাজনীতির অবসান ঘটিয়ে তরুণ প্রজন্ম ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে—এমন একটি নতুন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, অতীতের মতো কোনো নির্বাচনী প্রকৌশল বা কারচুপি এবার আর বরদাস্ত করা হবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ১১ দলীয় রাজনৈতিক জোটের সমঝোতার ভিত্তিতে ২৫৩টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

নিজের বক্তব্যে জামায়াত আমির বলেন, দীর্ঘ ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসে যে ঘুণে ধরা ব্যবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে জাতি মুক্তি চায়। সেই মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই তারা একত্রিত হয়েছেন। তিনি বলেন, এমন কোনো রাজনীতি তারা আর দেখতে চান না, যা ফ্যাসিবাদী রূপ ধারণ করে জনগণের ঘাড়ে চেপে বসে কিংবা যেখানে নিরীহ মানুষের জীবন রক্ষার বদলে হত্যাকাণ্ডকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত রাজনীতিও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ বিশেষ করে তরুণ সমাজ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা চায়। সেই বাংলাদেশ গড়তেই এই অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেয়, ধারণ করে এবং সেই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে—তারা সবাই আজ এক জায়গায় সমবেত হয়েছেন। এই ঐক্য জাতির পরিবর্তনের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের দায়িত্ব কাঁধে নিয়েই তারা মাঠে নেমেছেন। তিনি বলেন, এই লড়াইয়ে জনগণের সার্বিক সমর্থন, ভালোবাসা ও অংশগ্রহণ প্রয়োজন। জনগণ পাশে থাকলে বিজয় নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে তিনি আবারও কড়া অবস্থান তুলে ধরে বলেন, অতীতের কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং, ভোট কারচুপি বা ভোট ডাকাতি তারা দেখতে চান না এবং তা একেবারেই সহ্য করা হবে না। তার ভাষায়, দেশের যুবসমাজ তিনটি নির্বাচনে ভোট দেওয়ার বয়সে পৌঁছেও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি—এই বঞ্চনার অবসান ঘটাতে চান তারা।

যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তরুণরা যেন ভোট দিতে ঘর থেকে বের হয় এবং নিজেদের ভোটের হিসাব নিয়েই ঘরে ফেরে। তিনি আশ্বাস দেন, এই লড়াইয়ে তারা যুবসমাজের পাশে থাকবেন।

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি দেশের বিভিন্ন ঐতিহাসিক টার্নিং পয়েন্ট—১৯৪৭, ১৯৭১ ও ২০২৪—উল্লেখ করে বলেন, যারা এসব সময়ে জাতির জন্য জীবন দিয়েছেন, আহত হয়েছেন কিংবা সংগ্রামের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন, তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

বিশেষভাবে তিনি বিপ্লবী সহযোদ্ধা শহীদ শরীফ উসমান বিন হাদিকে স্মরণ করেন। তাকে জনগণের কণ্ঠ ও একটি জীবন্ত বিপ্লবের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, জনগণ জানে কারা তাকে হত্যা করেছে। তার বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আর কোনো বিপ্লবীর জন্ম হবে না বলে মন্তব্য করেন তিনি। হাদি হত্যাসহ সব বিপ্লবী হত্যাকাণ্ডের বিচারকে তিনি জাতির জন্য অত্যাবশ্যক বলে উল্লেখ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই নির্বাচন যেন সত্যিকার অর্থে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে সংবাদ সম্মেলনের সূচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি গত ১৫ বছরে গুম, খুন ও দমন-পীড়নের শিকারদের স্মরণ করেন এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই ১১টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। ‘ওয়ান বক্স’ নীতির ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং জনগণকে ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোর এই ঐক্য একটি ঐতিহাসিক যাত্রা। আসন্ন নির্বাচনের মাধ্যমে সাম্য, মানবিকতা ও সুবিচারের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD