Logo

নির্বাচনে ঢাকাসহ ২৭ আসনে প্রার্থী দেবে এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৩:৩৪
নির্বাচনে ঢাকাসহ ২৭ আসনে প্রার্থী দেবে এনসিপি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন ভাগাভাগির চূড়ান্ত চিত্র প্রকাশ করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন শরিক দল নির্দিষ্ট সংখ্যক আসনে নির্বাচন করবে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোট ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও প্রাথমিকভাবে ২৭টি আসনের তালিকা ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের আসন বণ্টনের এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন দলের প্রাপ্ত আসনের সংখ্যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষণা অনুযায়ী, ১১ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বাধিক ১৭৯টি আসনে প্রার্থী দেবে। এনসিপি পাবে ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে নির্বাচন করবে।

বিজ্ঞাপন

এনসিপির জন্য নির্ধারিত ৩০টি আসনের মধ্যে আপাতত ২৭টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত আসনগুলোর মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১ ও মুন্সিগঞ্জ-২।

ঢাকা মহানগরীতেও একাধিক আসনে প্রার্থী দেবে এনসিপি। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার) এবং ঢাকা-২০ (ধামরাই)।

বিজ্ঞাপন

এর বাইরে গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান, নারায়ণগঞ্জ-৪ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনেও এনসিপি প্রার্থী দেবে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

জোটের নেতারা জানিয়েছেন, বাকি আসনগুলোর বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং পরবর্তী সময়ে এনসিপির জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ ৩০ আসনের তালিকা প্রকাশ করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD