Logo

বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সুরক্ষিত ছিল সার্বভৌমত্ব: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৪:৩০
বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সুরক্ষিত ছিল সার্বভৌমত্ব: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। তার দাবি, দেশবিরোধী নানা প্রকল্প ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম ঢাকা এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীটি আরও দুই দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড অঞ্চল থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ সরবরাহের প্রকল্প নেওয়া হয়েছে, সেটি এক সময় ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। অথচ পরবর্তীতে কর্তৃত্ববাদী শাসনামলে সেই প্রকল্পই বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়, যা দেশের স্বার্থের পরিপন্থী।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার দ্বারা কখনোই এ ধরনের রাষ্ট্রবিরোধী প্রকল্প বাস্তবায়ন করানো সম্ভব হয়নি। সে কারণেই তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে কারাগারে পাঠানো হয়। এমনকি যথাযথ চিকিৎসা না দিয়ে তাকে ধীরে ধীরে নিঃশেষ করার পরিকল্পনাও করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

রিজভী দাবি করেন, বাংলাদেশে এখনো উল্লেখযোগ্য পরিমাণ কয়লা ও গ্যাসের মজুত রয়েছে। এসব প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক হেলালুজ্জামান লালুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD