ইসির শোকজের জবাব দিলেন মামুনুল হক

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো কারণ দর্শানোর নোটিশের (শোকজ) লিখিত জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে গিয়ে তিনি নিজে উপস্থিত হয়ে কমিশনের কাছে ব্যাখ্যা জমা দেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্ধারিত সময়ে মামুনুল হক ইসিতে হাজির হয়ে শোকজ নোটিশের লিখিত উত্তর প্রদান করেন। তার দেওয়া ব্যাখ্যা কমিশনের পক্ষ থেকে পর্যালোচনা করা হবে এবং এরপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
নোটিশের জবাব দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মামুনুল হক। তিনি দাবি করেন, তাকে কেন্দ্র করে প্রকাশিত একটি খবরে তথ্য বিকৃতি ও অপসাংবাদিকতা করা হয়েছে।
বিজ্ঞাপন
তার ভাষ্য অনুযায়ী, তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন, কিন্তু সংসদ নির্বাচনের জন্য নিজের নির্বাচনী এলাকায় কোনো ধরনের প্রচার বা প্রচারণায় অংশ নেননি।
তিনি আরও বলেন, লিখিত ব্যাখ্যায় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে তার কর্মকাণ্ডকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি সংসদ নির্বাচনের প্রার্থিতাকে সামনে রেখে কোনো প্রচারণা চালাননি এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রশ্নই ওঠে না। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করতে দেখা যায় মামুনুল হককে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।








