‘আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলা কলিতে ভোট দিন’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠায় ভোট দিন শাপলা কলিতে। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করব। আগ্রাসনবিরোধী, আধিপত্যবিরোধী শক্তির অবসান ঘটিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব, যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, অনিয়ম ও দুর্নীতি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, গত দেড় বছরে এনসিপি ও জামায়াত জোটের নেতাকর্মীরা এলাকায় চাঁদা নিতে আসেনি, কেউ হাট-বাজার দখল করেনি, সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করেনি। এবার রেমিট্যান্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক ও মেহনতি মানুষের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে। তিনি увер করেন, “এলাকার কৃষক ও শ্রমিকরা জানেন, আমি নির্বাচিত হলে অন্ততপক্ষে চাঁদাবাজি করব না। তাই তারা অন্য পার্টির মিছিল-মিটিং করতে পারে, কিন্তু গোপনে আমার পক্ষে ভোট দেবেন।”
বিজ্ঞাপন
তিনি বলেন, এবারের নির্বাচনে জনগণ ঋণখেলাপি, দুর্নীতিবাজ, জনগণের অর্থ আত্মসাৎকারীদের বর্জন করবে। একটি পরিবর্তনের লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
প্রচারণার দ্বিতীয় দিনে হাসনাত আবদুল্লাহ ভোর থেকেই মাঠে নেমে দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় শাপলা কলির পক্ষে স্লোগান দিয়ে প্রচারণা শুরু করেন। এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম সহিদসহ জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
বিজ্ঞাপন








