Logo

এই নির্বাচন আদর্শিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের : গোলাম পরওয়ার

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২৩ জানুয়ারি, ২০২৬, ১৫:৫১
এই নির্বাচন আদর্শিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের : গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

খুলনার খুলনা-৫ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, বরং দেশের আদর্শিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একটি সন্ধিক্ষণ।

বিজ্ঞাপন

তিনি নির্বাচনী সমাবেশে নির্বাচনকে আধুনিক দ্বীনের রূপে ব্যালটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ও আইন প্রতিষ্ঠার সংগ্রাম হিসেবে বর্ণনা করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) খুলনার আরাফাত এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, ইসলামের প্রাথমিক যুগের নবী মুহাম্মদ (সা.) যেভাবে নির্যাতনের মধ্যেও দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন, বর্তমান সময়ে সেই সংগ্রামের মাধ্যম পরিবর্তন হয়েছে। “আগে যুদ্ধ হতো তরবারি ও কামান দিয়ে, এখন যুদ্ধ হচ্ছে ব্যালটের মাধ্যমে,” যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার জানান, আসন্ন নির্বাচনে ১০ দল একত্রিত হয়ে জোট গঠন করেছে। এতে ইসলামী চেতনা, জুলাই আন্দোলনের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সংযুক্ত করা হয়েছে। খুলনা-৫ আসনে তার প্রার্থী হওয়া সেই জোটের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি নির্বাচকদের উদ্দেশে বলেন, ভোট বিক্রি না করতে হবে এবং ভোট কেনার চেষ্টা প্রতিহত করতে হবে। তিনি বলেন, আসন্ন নির্বাচন একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ, যেখানে দুর্নীতি মুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

বিজ্ঞাপন

সমাবেশে খুলনা জেলা জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। মিয়া গোলাম পরওয়ার শেষাংশে উপস্থিত জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন, ভোটারদের সচেতন অংশগ্রহণই দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD