Logo

জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেশের জন্য অশনিসংকেত : ফরহাদ মজহার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৫:৩৫
জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেশের জন্য অশনিসংকেত : ফরহাদ মজহার
ছবি: সংগৃহীত

দেশের বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, জামায়াতে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্ক বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের স্বার্থের জন্য অশনিসংকেত হতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার বিষয় ছিল দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানির সংকট এবং নাগরিক সমাজের দায়িত্ব ও করণীয়। অনুষ্ঠানটি আয়োজন করে গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।

মজহার বলেন, সাম্প্রতিক সময় গাজায় পাঠানো তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ নিয়ে জামায়াত কোনো আপত্তি তুলেনি। এটি স্পষ্ট করছে যে, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি নীতিগত সম্পর্ক বিদ্যমান। তিনি প্রশ্ন তোলেন, এই অবস্থায় ১৭ কোটি মানুষের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব কিভাবে সুরক্ষিত থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী ভূরাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা হলেও, বাস্তবতায় আন্তর্জাতিক আইন কার্যকরভাবে রক্ষা হয় না। তার কথায়, “সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণই এই বাস্তবতার প্রমাণ। ফলে, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতেই বাধ্য।”

মজহার নিজে সরাসরি যুদ্ধ বা সংঘর্ষের পক্ষপাতী নন। তিনি বলেন, “আমি যুদ্ধ চাই না। সাধারণ মানুষ শান্তিতে বাস করতে চায়, শুধুই নিরাপদে ডাল-ভাত খেতে চায়।”

বিজ্ঞাপন

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল। বক্তারা আলোচনা করেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটের পাশাপাশি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD