Logo

ভোররাত পর্যন্ত জনসভা, নেতাকর্মীদের কাছে দুঃখপ্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৬
ভোররাত পর্যন্ত জনসভা, নেতাকর্মীদের কাছে দুঃখপ্রকাশ
তারেক রহমান । ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা নির্বাচনী প্রচারে নেমেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই তিনি দেশের সাতটি জেলায় জনসভায় অংশ নেন এবং বিএনপি ক্ষমতায় এলে নানা উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট থেকে শুরু হয় তারেক রহমানের নির্বাচনী সফর। বেলা ১২টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেন তিনি। এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান।

সমাবেশগুলোতে বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খননের মাধ্যমে কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

তিনি এসব সমাবেশে শুধু ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা অন্যান্য প্রার্থীদের পক্ষেও ভোট চান।

দিনভর প্রচারণার অংশ হিসেবে বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ এবং রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বক্তব্য দেন তারেক রহমান। রাত সোয়া ১২টায় তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সমাবেশে যোগ দেন।

রাত ৩টার দিকে নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছে আরেকটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। পরে ভোররাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান। সেখান থেকেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

বিজ্ঞাপন

ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষায় রাখার জন্য শেষ কয়েকটি সমাবেশে দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তাকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথম দিনের নির্বাচনী প্রচারে প্রায় ১৬ ঘণ্টা সময় নিয়ে সাতটি সমাবেশে অংশ নিয়ে ভোররাতে বাসায় ফেরেন তারেক রহমান। তিনি আরও জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া এলাকায় সর্বশেষ সমাবেশ শেষ করে ঢাকার উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারম্যান।

বিজ্ঞাপন

টানা এই সফরে বিভিন্ন স্থানে আয়োজিত সমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার তারেক রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD