Logo

জামায়াত প্রার্থীর সমাবেশ থেকে অস্ত্রসহ ২ জনকে আটকের গভীর ঘটনায় উদ্বেগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১৬:০৩
জামায়াত প্রার্থীর সমাবেশ থেকে অস্ত্রসহ ২ জনকে আটকের গভীর ঘটনায় উদ্বেগ
ছবি: সংগৃহীত

ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ দুইজনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি অভিযোগ করেন, তফসিল ঘোষণার একদিন পর আধিপত্যবাদবিরোধী জুলাইযোদ্ধা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার পরও জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে করে ফ্যাসিবাদবিরোধী শক্তি ও নির্বাচনী প্রার্থীদের টার্গেট করে হামলার পরিবেশ তৈরি হচ্ছে। তিনি দাবি করেন, জাতীয় নির্বাচন ও গণভোট বানচালের উদ্দেশ্যে দুটি শক্তি গোপন আঁতাত করে ষড়যন্ত্র করছে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অনতিবিলম্বে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে যৌথ বাহিনী দিয়ে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিতে হবে। নতুবা জাতির প্রত্যাশিত নির্বাচন সম্পন্ন করা যাবে না।

সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পাশাপাশি সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, কোনো প্রহসনের নির্বাচন বা ইঞ্জিনিয়ারিং ইলেকশন জাতি মেনে নেবে না, হতে দেবে না। জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে আবারও জুলাই ফিরে আসতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহ জানান, ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগের লোগো সংবলিত গেঞ্জি পরিহিত একজনসহ সন্দেহভাজন ৩ জন ঘোরাঘুরি করছিল। পরে তার দেহরক্ষীরা সন্দেহভাজন ৩ জনের মধ্যে ২ জনকে আটক করে। এসময় তাদের কাছে ধারালো অস্ত্র পাওয়া যায়। সন্দেহভাজন অপরজন পিস্তলসহ পালিয়ে যায়। আটক ২ জনকে তার দেহরক্ষীরা পুলিশের কাছে সোপর্দ করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD