Logo

চালের ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নেওয়ার খবর আমরা জানি: জামায়াত আমির

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৬ জানুয়ারি, ২০২৬, ১৪:০৫
চালের ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নেওয়ার খবর আমরা জানি: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটকে দায়ী করে এসব অনিয়ম নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হলে আগে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী সমঝোতায় থাকা দলগুলোর আয়োজিত এক বড় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, বাজারব্যবস্থায় অস্বচ্ছতা ও অবৈধ আদায়ের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এ অবস্থায় চাঁদাবাজদের দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন না করে ভালো কাজে সম্পৃক্ত করা হবে। চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ না হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে না।

বিজ্ঞাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনটি কার্যকর উদ্যোগের কথা তুলে ধরেন— যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজারে সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং চাঁদাবাজদের সঠিক পথে ফিরিয়ে আনা। তার মতে, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে বাজারে স্বস্তি ফিরবে।

বক্তব্যের শুরুতেই সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমির। তিনি বলেন, তরুণদের আত্মত্যাগ প্রমাণ করেছে তারা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। শহীদদের রক্ত নতুন প্রজন্মকে আন্দোলনে অনুপ্রাণিত করেছে।

এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থীসহ আহত ও গুম হওয়া পরিবারের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি নারীদের ওপর সহিংসতার ঘটনাগুলোর নিন্দা জানিয়ে তিনি বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের কঠোরভাবে সতর্ক করেন তিনি।

গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় দলের নেতাকর্মীরা মন্দির ও সাধারণ মানুষের সম্পদের নিরাপত্তায় কাজ করেছেন বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে অতীতে নির্যাতনের শিকার হয়েও প্রতিশোধ না নেওয়ার কথাও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া অঞ্চলের চালের মিল ও পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ অর্থ আদায়ের সমালোচনা করে তিনি বলেন, চালের ট্রাকে প্রতি হান্ড্রেডে (শ) খাজনা এবং ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নেওয়ার খবর আমরা জানি। বিভিন্ন স্ট্যান্ড দখলের খেলা চলছে। যারা এসব করছেন, ফিরে আসুন। মানুষ আপনাদের ঘৃণা করে এবং অভিশাপ দেয়।

নদী শাসনের নামে অর্থ অপচয়ের সমালোচনা করে তিনি বলেন, খননের কার্যকর উদ্যোগ না থাকায় নদীগুলোর নাব্যতা কমে যাচ্ছে। অথচ নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হলে পরিবহন ব্যয় কমবে এবং পণ্যমূল্যও কমতে পারে।

জামায়াত নিজেদের ব্যক্তিস্বার্থে নয়, বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে রাজনীতি করে বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। তিনি সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD