তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তার দাবি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বই সবচেয়ে নিরাপদ ও কার্যকর হবে।
বিজ্ঞাপন
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান মুক্তিযুদ্ধের ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। দেশপ্রেম ও নেতৃত্বের ঐতিহ্য তার রক্তে বহমান।
বিজ্ঞাপন
তিনি বিশ্বাস করেন, তারেক রহমানের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। জনগণের প্রত্যাশা পূরণে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানই যোগ্য নেতৃত্ব দিতে পারবেন।
বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও কড়া সমালোচনা করেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, দলটি কখনো প্রকৃত গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেনি। যারা এখনও আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের স্বাধীনতাপন্থি শক্তির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের স্বার্থের চেয়ে অন্য রাষ্ট্রের প্রভাবকে প্রাধান্য দিতে চেয়েছে। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা দেশত্যাগে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতিরও সমালোচনা করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কেউ কেউ ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে বিভ্রান্তি তৈরি করছে। ভোটারদের এ ধরনের প্রচারণায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করাই হওয়া উচিত মূল লক্ষ্য।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।








