Logo

ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি ফখরুলের

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৫২
ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি ফখরুলের
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে কেন্দ্র করে শিল্পায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃষি খাত এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি, বিশেষ করে ঠাকুরগাঁওয়ের কৃষকরা নানা সংকটে দিন কাটাচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে কৃষিপণ্যভিত্তিক শিল্প স্থাপন করে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগকালে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শুধু প্রচলিত শিক্ষায় ডিগ্রি নিলেই হবে না, তরুণদের দক্ষতা বাড়াতে কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। টেকনিক্যাল শিক্ষা নিলে দেশ-বিদেশে চাকরির সুযোগ অনেক বেশি তৈরি হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠলে স্থানীয়ভাবে উৎপাদিত ফসলের মূল্য বাড়বে, কৃষকের আয় নিশ্চিত হবে এবং একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।

বক্তব্যে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, একসময় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নৌকা ও ধানের শীষ—দুই প্রতীকই ছিল। কিন্তু এখন নৌকা নেই, তাদের নেতৃত্বও মাঠে নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নেতৃত্ব সংকটে দলটি কার্যত অনুপস্থিত হয়ে পড়েছে।

তার অভিযোগ, আন্দোলনের মুখে নেতাকর্মীরা পালিয়ে গেছে, ফলে সাধারণ মানুষকে বিপাকে পড়তে হয়েছে।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, দীর্ঘ সময় মানুষ মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বহু বছর ধরে বিরোধী মত দমনে মামলা-হামলার সংস্কৃতি চালু ছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলন ও ত্যাগের বিনিময়ে দেশে আবার ভোটের পরিবেশ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সভা শেষে তিনি উপস্থিত ভোটারদের বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের সমর্থন পেলে দলটি উন্নয়ন, গণতন্ত্র ও কর্মসংস্থানের পথে এগোবে।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD