Logo

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৯
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন-সম্পর্কিত বিভিন্ন বিষয়, দলীয় প্রস্তুতি এবং সার্বিক নির্বাচন পরিবেশ নিয়ে আলোচনা হওয়ার কথা জানা গেছে।

জামায়াতের পক্ষ থেকে প্রতিনিধিদলে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলামসহ মোট চারজন নেতা।

বিজ্ঞাপন

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের নিয়মিত আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছে কমিশন। জামায়াতের সঙ্গে এ বৈঠকও সেই প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, ভোটের পরিবেশ, প্রশাসনিক সমন্বয় এবং দলীয় পর্যায়ের কিছু প্রস্তাব বা উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আলোচনা শেষে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে ইসি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD