হারামাইনে ইবাদতকারীদের জন্য উন্নত ডিজিটাল সেবা

মক্কার মসজিদুল হারাম শরীফ ও মদিনার মসজিদে নববীর মুসল্লি, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের জন্য উন্নতমানের সেবা নিশ্চিত করতে সমন্বিত ডিজিটাল পরিবেশ গড়ে তুলেছে হারামাইন শরীফাইনের সাধারণ কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল টুলস ব্যবহার করে এমন একটি সমন্বিত কৌশল বাস্তবায়ন করছে, যা যুগের সঙ্গে তাল মিলিয়ে সেবার মান ও কার্যকারিতা আরও বাড়াবে। এতে সংস্থার কর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা ও অভিজ্ঞতাও কাজে লাগানো হচ্ছে।
আরও পড়ুন: শুরু থেকেই জমে উঠেছে ইসলামী বইমেলা
কর্তৃপক্ষ জানিয়েছে, এর লক্ষ্য হলো মুসল্লিদের সহজে ও নির্বিঘ্নে সব ধরনের সেবায় প্রবেশাধিকার দেওয়া এবং নিয়ম-শৃঙ্খলার সঙ্গে সেবাগুলো গ্রহণ নিশ্চিত করা।
বিজ্ঞাপন
এ উদ্যোগের অংশ হিসেবে আটটি নতুন ডিজিটাল সেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে দর্শনার্থীরা বুকিং, অভিজ্ঞতা সমৃদ্ধ করা, সেবার মানোন্নয়নে মতামত দেওয়া এবং একীভূত পরিবহন সুবিধা ও কেন্দ্রীয় রিপোর্টিং সিস্টেমের মতো সেবা গ্রহণ করতে পারবেন। সূত্র: আরব নিউজ