Logo

শুরু থেকেই জমে উঠেছে ইসলামী বইমেলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৪০
12Shares
শুরু থেকেই জমে উঠেছে ইসলামী বইমেলা
ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হওয়ার প্রথম সপ্তাহেই জমে উঠেছে। সাধারণত প্রতি বছর মেলা প্রাণবন্ত হতে কিছুটা সময় লাগে, তবে এবার শুরুর দিন থেকেই পাঠক-দর্শনার্থীর ভিড়ে মুখর পুরো প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

শুক্রবারের ছুটির দিনে স্টল ঘিরে ছিল পাঠকের ভিড়। কেউ বই ঘেঁটেছেন, কেউ কিনেছেন, আবার অনেকেই লেখক কর্নার ও লিটল ম্যাগ কর্নারে আড্ডা দিয়েছেন। নতুন বইয়ের মোড়ক উন্মোচনও হয়েছে বেশ কয়েকটি।

গার্ডিয়ান পাবলিকেশনসের জেনারেল ম্যানেজার নাজমুল হুদা জানান, শুরু থেকেই পাঠকের আগ্রহ বেড়েছে। এবারের বইমেলা নিয়ে গণমাধ্যমে প্রচারণা থাকায় সাধারণ মানুষের মনোযোগও বেশি। বিশেষ করে সীরাত ও শিশু বিষয়ক বইয়ের প্রতি পাঠকের আগ্রহ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।

বিজ্ঞাপন

সমকালীন প্রকাশনীর বিক্রয়কর্মী আরিফুল হক বলেন, এবারের বইমেলা অন্যবারের তুলনায় আলাদা। দর্শনার্থীর উপস্থিতি ভালোই, আর বিক্রিও বাড়ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথম বিদেশি প্রকাশনী অংশ নিয়েছে। মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান যোগ দিয়েছে এবারের আয়োজনকে আন্তর্জাতিক মাত্রা দিতে।

মেলায় ঘুরতে আসা পাঠক তাশরীফ মাহমুদ বলেন, “এখন বই দেখছি, আড্ডা দিচ্ছি। আজ বই কিনবো না, তবে সামনে পছন্দের বইগুলো কিনবো।”

বিজ্ঞাপন

রবিউল আওয়াল মাস উপলক্ষে আয়োজিত এই মেলায় রয়েছে ১৯৯টি স্টল। ইসলামিক ফাউন্ডেশনসহ দেশের শীর্ষস্থানীয় ইসলামী প্রকাশনী ও বই ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। পাশাপাশি রয়েছে লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের ব্যবস্থা।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD