Logo

প্রতিটি শিশুর মায়ের গর্ভেই নির্ধারিত হয় যে ৪ নিয়তি

profile picture
জনবাণী ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪৯
16Shares
প্রতিটি শিশুর মায়ের গর্ভেই নির্ধারিত হয় যে ৪ নিয়তি
ছবি: সংগৃহীত

মহনবী (সা.) বলেছেন, মানুষের বীর্য চল্লিশ দিন পর্যন্ত গর্ভাশয়ে সঞ্চিত থাকে। চল্লিশ দিন পর তা জমাট রক্তে পরিণত হয়। এরপর আরও চল্লিশ দিন অতিবাহিত হলে তা মাংসপিণ্ড হয়ে যায়।

বিজ্ঞাপন

এরপর আল্লাহ তায়ালার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হয়। তিঁনি তাতে রূহ ফুঁকে দেন। এ সময়েই তার সম্পর্কে চারটি বিষয় লিখে দেওয়া হয়—

১. তার বয়স কত হবে, ২. সে কি পরিমাণ রিজিক পাবে, ৩. সে কি কি কাজ করবে এবং ৪. পরিণামে সে ভাগ্যবান হবে, না হতভাগা হবে। (বুখারি, হাদিস : ২৯৬৯, মুসলিম, হাদিস : ২৬৪৩)

বিজ্ঞাপন

আরেক হাদিসে হজরত আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বীর্য যখন কয়েক স্তর অতিক্রম করে মাংসপিণ্ডে পরিণত হয়, তখন মানব সৃষ্টির কাজে আদিষ্ট ফেরেশতা আল্লাহ তায়ালাকে জিজ্ঞেস করেন, এই মাংসপিণ্ড দ্বারা মানব সৃষ্টি আপনার কাছে অবধারিত কি না?

যদি আল্লাহর পক্ষ থেকে উত্তরে না বলা হয়, তবে গর্ভাশয়ে সেই মাংসপিণ্ডকে পাত করে দেওয়া হয় এবং তা সৃষ্টির অন্যান্য স্তর অতিক্রম করে না।

বিজ্ঞাপন

পক্ষান্তরে যদি জবাবে হ্যাঁ বলা হয়, তবে ফেরেশতা জিজ্ঞেস করেন, ছেলে না মেয়ে, হতভাগা না ভাগ্যবান, বয়স কত, কি কর্ম করবে এবং কোথায় মৃত্যুবরণ করবে? এসব প্রশ্নের জবাব তখনই ফেরেশতাকে বলে দেওয়া হয়। (ইবনে জরীর, ও ইবনে আবী হাতিম।)

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

প্রতিটি শিশুর মায়ের গর্ভেই নির্ধারিত হয় যে ৪ নিয়তি