Logo

আদম সন্তানের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৯:০৮
18Shares
আদম সন্তানের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে
ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজে মহান আল্লাহ তায়ালাকে সিজদা করা হয়। সিজদা একমাত্র মহান আল্লাহর জন্যই জায়েজ, অন্য কারো জন্য জায়েজ নয়। মানুষ ছাড়াও আসমান, জমিন, চন্দ্র, সূর্য— সমগ্র সৃষ্টিই আল্লাহ তায়ালাকে সিজদা করে। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে—

বিজ্ঞাপন

তুমি কি দেখ না যে আল্লাহকে সেজদা করে যারা আকাশে আছে, আর যারা পৃথিবীতে আছে আর সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে। আর অনেকের প্রতি শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান, তাকে সম্মানিত করার কেউ নেই। আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন। (সুরা হজ, আয়ত : ১৮, সিজদার আয়াত)

মানুষ প্রতিদিনের ইবাদতে আল্লাহ তায়ালাকে সিজদা করে এবং পবিত্র কোরআনের বিশেষ কিছু আয়াত তিলাওয়াত করার পরও আল্লাহ তায়ালাকে সিজদা করে। মানুষ সিজদার আয়াত তিলাওয়াত করে আল্লাহকে সিজদা করে তা দেখে শয়তান আক্ষেপ করতে থাকে এবং কান্না করে। কারণ, আল্লাহর আদেশ মেনে সিজদা না করার কারণেই সে অভিশপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান সিজদার আয়াত পড়ে এবং সিজদা করে, শয়তান তখন দূরে গিয়ে কাঁদতে থাকে। সে বলতে থাকে—

আদম সন্তানকে সিজদা করতে বলা হয়েছে সে সিজদা করেছে, তার জন্য নির্ধারিত হলো জান্নাত। আর আমাকে সিজদা করতে নির্দেশ দেয়া হয়েছিল আর আমি তা করতে অস্বীকার করেছি, ফলে আমার জন্য নির্ধারিত হলো জাহান্নাম। (মুসলিম, হাদিস : ৮১)

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD