Logo

২০২৬ সালের রোজা শুরু কবে, জানাল জ্যোতির্বিজ্ঞানীরা

profile picture
জনবাণী ডেস্ক
৪ অক্টোবর, ২০২৫, ২০:৫৬
119Shares
২০২৬ সালের রোজা শুরু কবে, জানাল জ্যোতির্বিজ্ঞানীরা
ছবি: সংগৃহীত

২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে এখনো প্রায় ১৩৯ দিন বাকি।

বিজ্ঞাপন

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, নতুন চাঁদ ওঠার ভিত্তিতেই রমজানের সূচনা নির্ধারিত হবে।

জ্যোতির্বিদ্যার হিসেবে, ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী নতুন চাঁদ জন্ম নেবে। তবে সূর্যাস্তের এক মিনিট পরই সেটি অস্ত যাবে, ফলে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। তাই চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর রমজান শুরু হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

ইব্রাহিম আল জারওয়ান আরও জানান, আবুধাবিতে রমজানের শুরুর দিকে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাস শেষে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। একইভাবে দিনের আলো শুরুর দিকে থাকবে ১১ ঘণ্টা ৩২ মিনিট, যা মাস শেষে বৃদ্ধি পেয়ে হবে ১২ ঘণ্টা ১২ মিনিট।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মাসের শুরুতে আবুধাবির তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং শেষের দিকে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। উত্তরের ঠান্ডা বাতাসের প্রভাবে শীতল আবহাওয়া বিরাজ করলেও রমজানের শেষভাগে বসন্তের প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পুরো রমজান মাসজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটারের বেশি হতে পারে, যা অঞ্চলের মৌসুমি গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সূত্র: গালফ নিউজ

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD