Logo

মক্কা-মদিনায় কবুতরকে খাওয়ালে ১ হাজার রিয়াল জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
১০ অক্টোবর, ২০২৫, ১৩:৪৮
8Shares
মক্কা-মদিনায় কবুতরকে খাওয়ালে ১ হাজার রিয়াল জরিমানা
ছবি: সংগৃহীত

ইসলামের পবিত্রতম নগর মক্কা ও মদিনায় কবুতরকে খাবার খাওয়ানোয় কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের পৌর কর্তৃপক্ষ। নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ ১ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে।

বিজ্ঞাপন

পবিত্র নগরীর সচিবালয় (হোলি ক্যাপিটাল সেক্রেটারিয়েট) জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা ও শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে—যদি কেউ নিয়ম ভঙ্গ করে কবুতর খাওয়ায়, তবে তার ছবি তুলে স্থানীয় কর্তৃপক্ষকে জানানোর জন্য।

কর্তৃপক্ষের ব্যাখ্যায় বলা হয়েছে, মক্কা ও মদিনায় কবুতরদের খাবার খাওয়ানোর কারণে নানা সমস্যা দেখা দিচ্ছে। কবুতরের মল ও অতিরিক্ত জমায়েত থেকে রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা তৈরি হচ্ছে, পাশাপাশি ভবন ও পবিত্র স্থানগুলোর ক্ষতিও হচ্ছে। এসব কারণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

পবিত্র নগরীর কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য শহরের জনস্বাস্থ্য উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং ধর্মীয় স্থানের পবিত্রতা বজায় রাখা। এ জন্য একটি বিশেষ নজরদারি দলও গঠন করা হয়েছে। হাজি–ওমরাহযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, কেউ নিয়ম ভঙ্গ করলে তা প্রমাণসহ জানাতে।

নিষেধাজ্ঞা বিশেষভাবে কার্যকর হবে মসজিদুল হারাম ও মসজিদে নববীর আশপাশে—যেখানে বছরের পর বছর কবুতর মানুষের হাতের খাবারে অভ্যস্ত হয়ে গেছে।

সৌদি সরকার সাম্প্রতিক বছরগুলোতে মক্কা-মদিনার পরিবেশ সুরক্ষায় ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে। এর আগে ফুটপাত দখল, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসমাগম নিয়েও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, কবুতর খাওয়ানোয় নিষেধাজ্ঞা নগরজীবনের মানোন্নয়ন ও পবিত্র নগরীগুলোর পরিচ্ছন্নতা রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD