সৃষ্টিকর্তা ছাড়া যে ৫ বিষয় আর কেউই জানে না

মানুষের জ্ঞান যতোই বৃদ্ধি পাক, কিছু বিষয় রয়েছে যা কেবল মহান আল্লাহ তায়ালার জ্ঞানের বাইরে। ইসলামিক শিক্ষায় বলা হয়েছে, পাঁচটি বিশেষ বিষয় আছে যা কেবল আল্লাহই ভালো জানেন, আর মানুষ তা কখনো জানতে পারবে না।
বিজ্ঞাপন
পবিত্র কুরআনের সুরা লুকমানের ৩৪ নম্বর আয়াতে উল্লেখ আছে, নিশ্চয়ই আল্লাহর কাছেই আছে কেয়ামতের জ্ঞান, তিঁনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিঁনি জানেন জরায়ুতে যা আছে। কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোথায়, কীভাবে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত।
সহিহ হাদিসে প্রিয় নবীজি (সা.) উল্লেখ করেছেন, যে পাঁচটি বিষয় কেবল আল্লাহর গায়েবের চাবি। সেগুলো হলো:
কেয়ামতের সময়: কোন দিন কেয়ামত ঘটবে, তা কেউ জানে না।
বিজ্ঞাপন
মৃত্যুর সময় ও স্থান: কার মৃত্যু কখন, কোথায় এবং কীভাবে হবে, তা মানুষের কাছে অজানা।
আগামীকালের ঘটনা: কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে বা কী ঘটবে।
বিজ্ঞাপন
মায়ের গর্ভে সন্তান: গর্ভে ছেলে হবে না মেয়ে, তার ভবিষ্যৎ, সৌভাগ্য বা চরিত্র কেমন হবে এ সব আল্লাহ ছাড়া কেউ জানে না।
বৃষ্টির সময়: মেঘ বা আবহাওয়া দেখে অনুমান করা যায়, কিন্তু কখন কোথায় বৃষ্টি হবে, তা একমাত্র আল্লাহই ভালো জানেন।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা বলছেন, এই শিক্ষা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে জ্ঞানী হওয়া সত্ত্বেও সবকিছু নিয়ন্ত্রণে রাখা মানুষের জন্য সম্ভব নয়। তাই বিশ্বাস ও ধৈর্য ধরেই মহান রবের উপর ভরসা রাখা উচিত।