আবু ত্বহা আদনানের বিরুদ্ধে শাশুড়ির নতুন অভিযোগ

ইসলামিক আলোচক আবু ত্বহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না। স্ত্রী সাবিকুন নাহারের পরকীয়ার অভিযোগের পর এবার ত্বহার শাশুড়ি নতুন করে অভিযোগ আনলো তরুণ এই বক্তার বিরুদ্ধে।
বিজ্ঞাপন
মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম ফেসবুকে দেওয়া এক সাক্ষাৎকারে ত্বহার শাশুড়ি বিভিন্ন অভিযোগ তুলে ধরে।
ত্বহার শাশুড়ি বলেন, আল্লাহর কসম, সে নামাজ পড়ে না । মাগরিবের ওয়াক্ত, সেদিন টান-টান হয়ে ঘুমাইতেছে। তখন সে এশার ওয়াক্ত ওঠে তিন ওয়াক্ত, চার ওয়াক্ত পড়বে। কখনো ফজরে ওঠে চার ওয়াক্ত, পাচঁ ওয়াক্ত পড়বে।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে আরও বলেন, সারাদিনই কুমিরের মতো ঘুমাইবে, সারা রাতই মোবাইল নিয়ে বসে থেকে আমার মেয়ের সাথে খেও খেও, ঘেও ঘেও করবে। আর বলবে অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করাই দাও। সারাদিনই গরুর মতো ঘুমাই, সারা রাতই মোবাইল নিয়ে বসে থাকে আর আমার মেয়েটাকেও বসিয়ে রাখে।
তিনি বলেন, সে চার ওয়াক্ত নামাজ এক সাথে পড়ে, কোনো দিন তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে। কসম করে করে যে কথাগুলো বলে, সেগুলোর কাফফারা আদায় করে। কারণ কাফফারা আদায় করলে সব শেষ। সে যে কেমন কসম খর, কেমন প্রতারক, কেমন মিথ্যুক আমি ভাষায় বলতে পারমু না।
বিজ্ঞাপন
ত্বহার শাশুড়ি অভিযোগ তুলে ধরেন, সে অনেক নারী লিপ্সু তার চোখের হেফজত নাই, আমি বলে শেষ করতে পারমুনা। অনেক চেষ্টা করছিলাম দেখি আলেম সমাজে থেকে সে ঠিক হয়কি। কিন্তু সে অনেক জানে, মানুষ নিজে খারাপ কাজ করে তাওবা করে ফিরে আসে কিন্তু সে মনে করে যা করছি এটাই ঠিক। সে মনে করে চার ওয়াক্ত নামাজ এক সাথে পড়লে হয়ে যায়।
তিনি বলেন, অথচ নবীজীর হাদীস, দুই ওয়াক্ত নামাজ বিনা কারনে এক সাথে পড়লে সে জাহান্নামি, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিলো। আর সে কেমন যখন দেখি আমার শরীর জরাই যায়, যখন দেখি সে নামাজ না পড়ে শুয়ে থাকে।