Logo

উল্কাবৃষ্টি নিয়ে পবিত্র কুরআন শরীফে যা বলা হয়েছে

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২৫, ১৯:২২
15Shares
উল্কাবৃষ্টি নিয়ে পবিত্র কুরআন শরীফে যা বলা হয়েছে
ছবি: সংগৃহীত

মহাকাশের এক বিস্ময়কর দৃশ্য হলো উল্কাবৃষ্টি। বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা থাকলেও, পবিত্র কুরআন শরীফে এই উল্কাপিণ্ডের উৎপত্তি এবং এর বিশেষ কাজ সম্পর্কে এক ভিন্ন ও রহস্যময় ধারণা দেয়। ধর্মীয় ব্যাখ্যা অনুসারে, উল্কাপিণ্ড কেবল প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি মহান আল্লাহর এক বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ।

বিজ্ঞাপন

পবিত্র কুরআনে উল্কাপিণ্ডের প্রধান কারণ হিসেবে শয়তানদের ঊর্ধ্বজগতে অনুপ্রবেশ ঠেকানোকে চিহ্নিত করা হয়েছে। কুরআন অনুযায়ী, শয়তান বা জিনরা যখন আকাশের তথ্য চুরি করার চেষ্টা করে, তখন এই উল্কাপিণ্ডগুলো তাদের দিকে নিক্ষিপ্ত হয়।

পবিত্র কুরআনের সুরা সাফফাতের (আয়াত: ৬-১০) বর্ণনায় আকাশের সুরক্ষায় আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কাছের আসমানকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। তারা ঊর্ধ্বজগতের কিছু শুনতে পারে না, কারণ প্রতিটি দিক থেকে তাদের দিকে নিক্ষেপ করা হয় (উল্কাপিণ্ড)। (তাদের) তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি। তবে কেউ সন্তর্পণে কিছু শুনে নিলে তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিণ্ড।

বিজ্ঞাপন

উল্কাবৃষ্টি কেন হয়?

রাসুলুল্লাহ (সা.)-এর নবুয়ত লাভের আগে জিনরা আকাশের তথ্য চুরি করতে পারত বলে পবিত্র হাদিস থেকে জানা যায়। কিন্তু আল্লাহর ওহির হেফাজতের উদ্দেশ্যে তাদের জন্য এই সুযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে শয়তানরা আকাশের খবর চুরির জন্য ওপরে গেলেই তাদের দিকে জ্বলন্ত উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হতে থাকে।

পবিত্র হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা যখন আকাশে কোনো হুকুম জারি করেন, তখন সব ফেরেশতা আনুগত্যসূচক পাখা নাড়া দেয়। এরপর তারা সেই বিষয়ে পরস্পর আলোচনা করে। শয়তানরা এখান থেকে এগুলো চুরি করে গণকদের কাছে পৌঁছে দেয় এবং তাতে নিজেদের পক্ষ থেকে শত শত মিথ্যা বিষয় সংযোজন করে দেয়।(বুখারি, হাদিস: ৪৭০১)

বিজ্ঞাপন

এ বিষয়ে পবিত্র কুরআনের সুরা জিনে আল্লাহ  বলেন, আর নিশ্চয় আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটাকে পেলাম যে তা কঠোর প্রহরী এবং উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ। আর আমরা তো সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, কিন্তু এখন যে শুনতে চাইবে, সে তার জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ড পাবে। (আয়াত: ৮-৯) 

সুতরাং, পবিত্র কুরআনের ব্যাখ্যা অনুসারে উল্কাবৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো শয়তানদের ঊর্ধ্বজগতের পবিত্রতা ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অনুপ্রবেশ ঠেকানো।

বিজ্ঞাপন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD