Logo

আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম উপায়

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৫, ১৮:৫৪
6Shares
আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম উপায়
ছবি: সংগৃহীত

আমাদের পরিবারের সদস্য, বন্ধু, স্বামী-স্ত্রী বা ধন-সম্পদের প্রতি ভালোবাসা অনুভব করি। কিন্তু এই ভালোবাসার চূড়ান্ত লক্ষ্য কি হতে পারে? হৃদয়ের শান্তি, জীবনের তৃপ্তি। এই শান্তি ও তৃপ্তির বাইরে আধ্যাত্মিক শান্তির জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলো আল্লাহর প্রতি ভালোবাসা।

বিজ্ঞাপন

দয়াল নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, তার হৃদয় শান্তি পাবে। আমাদের জীবনের প্রতিটি ভালো, মন্দ ও পরীক্ষাই আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের উচিত তা বুঝে কৃতজ্ঞ থাকা ও ধৈর্য ধারণ করা। কোরআনে বলা হয়েছে, যদি আমরা আল্লাহর অনুগ্রহগুলো গুনে দেখার চেষ্টা করি, সেগুলো গণনা করা সম্ভব নয়।

আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে জীবনের সঠিক লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। যখন আমরা আল্লাহকে হৃদয়ের ধারণ করবো তখন আমাদের সমস্ত অনুভূতি, কাজ ও প্রতিক্রিয়া সেই ভালোবাসা অনুযায়ী গঠিত হয়। পৃথিবীর সমস্ত আনন্দ, সুখ ও তৃপ্তি আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের আনন্দের সামান্য অংশ। প্রকৃত আনন্দ আসে আল্লাহকে জানার মাধ্যমে এবং হৃদয়ে তার উপস্থিতি অনুভূতি করার মাধ্যমে।

বিজ্ঞাপন

আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা বিপদ আপদ ও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পরীক্ষার সময় প্রকাশ পায়। আমাদের পারিবারিক, সামাজিক বা ব্যবসায়িক সম্পর্কের ভালোবাসা যেমন ভিন্ন মাত্রার হয়, আল্লাহর প্রতি ভালোবাসাও তা থেকে ভিন্ন হয়। কোরআনে বলা হয়েছে, আল্লাহর এবং তার রাসুলের ওপর ভালোবাসা সব কিছুর থেকে উপরে থাকা উচিত।

আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা অর্জনের জন্য কিছু কার্যকর উপায় -

১.কোরআনকে গভীর মনোযোগ দিয়ে পাঠ করা।

বিজ্ঞাপন

২.নফল ইবাদত করা, যা আমাদের আল্লাহর নিকটবর্তী করে।

৩.আল্লাহকে স্মরণে রাখা, যেন সকাল ও রাত সব সময় সময় তার উপস্থিতি মনের ভেতরে থাকে।

বিজ্ঞাপন

৪.আল্লাহ যা পছন্দ করেন, তা নিজের পছন্দের উপরে অগ্রাধিকার দেওয়া।

আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম উপায় হলো তাঁর আদেশ মেনে চলা এবং তাঁর রাসূল (সা.)-এর দেখানো পথে জীবন পরিচালনা করা

হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসা গড়ে উঠলে, জীবন ও সম্পর্কের সব দিকেই সে প্রভাব বিস্তার করে। এর মাধ্যমে শুধু আধ্যাত্মিক শান্তি লাভ হয় না, বরং আমাদের আচরণ, চিন্তা,ভাবনার পরিবর্তন,মনোভাবকে সুন্দর হওয়ার দিশা দেয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD