Logo

২০২৬ সালে রমজানের সম্ভাব্য তারিখ জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১৫:৩০
33Shares
২০২৬ সালে রমজানের সম্ভাব্য তারিখ জানা গেল
প্রতীকী ছবি

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। এই সময়ে মুসল্লিরা একমাসজুড়ে বাড়তি ইবাদতে মগ্ন থাকবেন। ইসলামধর্ম বিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।

আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর চাঁদটি অস্ত থাকবে, তাই খালি চোখে দেখা যাবে না। ফলে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

আগামী বছর মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ—সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে রমজানের শুরুতে প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। মাসের শেষের দিকে এটি বেড়ে ১৩ ঘণ্টা হবে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। তবে সৌদি আরব তাদের নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দিয়ে থাকে।

মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা শুরু হবে, তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD