Logo

অমুসলিমের পান করা অবশিষ্ট পানি কি নাপাক

profile picture
জনবাণী ডেস্ক
৯ নভেম্বর, ২০২৫, ১৯:৩৬
43Shares
অমুসলিমের পান করা অবশিষ্ট পানি কি নাপাক
ছবি: সংগৃহীত

দেখা যায় অনেক সময় প্রয়োজনে আমাদের অমুসলিমদের সঙ্গে চলতে হয়। অনেক সময় একসঙ্গে পানাহারও করতে হয়। কখনো কখনো একই পাত্রে পানিও পান করার প্রয়োজন দেখা দেয়। এক্ষেত্রে যে বিপত্তিটা ঘটে তা হলো, অনেকের ধারণা, অমুসলিমের ঝুটা পানি নাপাক, তা পান করা যাবে না। তাই প্রশ্ন জাগে, ‘বিষয়টি কি আসলেই এমন?’

বিজ্ঞাপন

এ বিষয়ে দেশের জনপ্রিয় ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে, ‘অমুসলিমের ঝুটা পানি নাপাক, তা পান করা যাবে না-এ ধারণা ঠিক নয়। নাপাকির নির্ধারিত কারণ ছাড়া সাধারণ অবস্থায় অমুসলিমের লালা নাপাক নয় এবং তাদের ঝুটা পানিও নাপাক নয়। প্রয়োজনের সময় একই পাত্র থেকে পান করতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন।’

“পবিত্র কোরআনে মুশরিকদেরকে যে ‘নাজিস’ তথা নাপাক বলা হয়েছে, সেটা তাদের আকিদা ও বিশ্বাসের অপবিত্রতার কারণে; এজন্য নয় যে, তাদের শরীরে নাপাকি না থাকলেও তা নাপাক গণ্য হবে।’’

বিজ্ঞাপন

(তাফসীরে ইবনে কাসির, সুরা তাওবার ২৮ নং আয়াত-এর তাফসির দ্রষ্টব্য)

এতে আরও জানা যায়, আসলে অমুসলিমদের সঙ্গে গভীর মহব্বতের সম্পর্ক হওয়া, তাদের উৎসব ইত্যাদিতে অংশগ্রহণ করা নিষেধ। কিন্তু প্রতিবেশী হিসেবে তাদের হক আদায় করা, প্রয়োজনে শরিয়তের সীমা রক্ষা করে তাদের সঙ্গে লেনদেন ইত্যাদি নিষেধ নয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD