Logo

নবীজির (সা.) চাচা হামজা (রা.) যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৫, ১৬:০০
4Shares
নবীজির (সা.) চাচা হামজা (রা.) যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন
ছবি: সংগৃহীত

আল্লাহ তায়ালা মহানবীকে (সা.) নবুয়ত দান করার পর প্রথমে কয়েক বছর তিঁনি গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এরপর প্রকাশ্যে ইসলামের পথে আহ্বান করতে শুরু করেন নবীজী (সা.)। এ সময় তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছিল। আবু জাহেলের নেতৃত্বে মক্কার একদল মানুষ তার আসমানী বার্তা নিয়ে অনেক উপহাস করত।

বিজ্ঞাপন

একদিন সাফা পাহাড়ের পাদদেশে নবীজির সঙ্গে দেখা হলো চাচা আবু জাহলের। নবীজিকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিলো সে। উদ্ধত্য দেখিয়ে পাথর ছুড়ে মাথায় আঘাত করলো। নবীজি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে গেলেন। আবু জাহেল বেশ গর্বভরে সবাইকে শুনাতে লাগলো নবীজির ওপর হামলা এই ঘটনা।

ঠিক সেই সময় শিকার শেষে ফিরছিলেন নবীজির চাচা হামজা (রা.)। পথিমধ্যে এক মুক্তদাসী নারী তাকে পুরো ঘটনার কথা বর্ণনা করলেন। খবর শুনে ক্ষিপ্ত হলেন হামজা। ছুটে গেলেন কাবার দিকে। আবু জাহেল সেখানে আড্ডায় খোশগল্পে মেতেছিল। কোনো কথা না বলে শিকারের ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় জোরে আঘাত করলেন হামজা। এরপর রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোর কীভাবে সাহস হলো আমার ভাতিজাকে অপমান করার!

বিজ্ঞাপন

আর তার সামনেই তিঁনি ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিলেন। এরপর ইসলাম গ্রহণের ঘটনা মুসলিমদের অনেক শক্তিশালী করলো। আর তিঁনি হলেন নবীজির অন্যতম শক্তিশালী সমর্থক।

পরবর্তীতে তিঁনি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত হন। ইসলামের সেবায় সাহস, বীরত্ব ও ত্যাগ তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শহীদের মর্যাদা দিয়েছে। ইসলামের জন্য তিঁনি অত্যন্ত নির্মমভাবে শহীদ হন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD