Logo

ভূমিকম্পের সময় যেসব দোয়া পড়বেন

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৫, ১৯:২৬
16Shares
ভূমিকম্পের সময় যেসব দোয়া পড়বেন
ছবি: সংগৃহীত

ভূমিকম্প এমন একটি মুহূর্ত, যখন মানুষ তার দুর্বলতা গভীরভাবে অনুভব করে এবং সৃষ্টিকর্তার দিকে ফিরে যায়। বিপদ–আপদ বা ভয়–ভীতির সময়ে আল্লাহর জিকির, দোয়া ও ইস্তিগফার একজন মুমিনের জন্য সবচেয়ে বড় শক্তি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—বিপদের সময় আল্লাহর দিকে ফিরে যাওয়াই নিরাপত্তা ও শান্তির একমাত্র পথ।

বিজ্ঞাপন

ভূমিকম্প বা যেকোনো আতঙ্কের মুহূর্তে নিচের সহজ চারটি দোয়া পড়া যেতে পারে—

১. اللَّهُمَّ لَا تُؤَاخِذْنَا بِذُنُوبِنَا، وَلَا تُهْلِكْنَا بِغَضَبِكَ

বিজ্ঞাপন

উচ্চারণ: আল্লাহুম্মা লা তুআখিজনা বিজুনুবিনা, ওয়া তুহলিকনা বিগাদাবিকা।

অর্থ: হে আল্লাহ! আমাদের গুনাহের কারণে পাকড়াও করো না, তোমার গজবে আমাদের ধ্বংসও করো না।

২. حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ

বিজ্ঞাপন

উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।

অর্থ: ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক।’

৩. يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ نَسْتَغِيثُ

বিজ্ঞাপন

উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু, বিরাহমাতিকা নাস্তাগীস।

অর্থ: ‘হে চিরঞ্জীব, হে পালনকর্তা! তোমার রহমতই আমাদের সাহায্য।’

বিজ্ঞাপন

৪. أستغفرُ اللهَ العظيم

উচ্চারণ: ‘আসতাগফিরুল্লাহাল আজিম।’

অর্থ: ‘আমি মহান আল্লাহর নিকট ক্ষমা চাই।’

বিজ্ঞাপন

ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি ভয়, বিনয় ও আত্মসমর্পণ জাগিয়ে তোলে। এই সময় দোয়া, ইস্তিগফার ও তওবা মুমিনের জন্য ঢালের মতো কাজ করে। যিনি পৃথিবীকে কাঁপান, তিনিই আবার তা স্থির করেন—তাই বিপদের মুহূর্তে তাঁরই দিকে ফিরে যাওয়া সর্বোত্তম কাজ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD