Logo

অজুর পর যে দোয়া পাঠ করলে খুলবে জান্নাতের ৮ দরজা

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৫, ২০:১৩
5Shares
অজুর পর যে দোয়া পাঠ করলে খুলবে জান্নাতের ৮ দরজা
ছবি: সংগৃহীত

ইসলামের অন্যতম মূল ভিত্তি হলো পবিত্রতা ও পরিচ্ছন্নতা। মুসলমানের জন্য অজু করা ইবাদতের অন্যতম প্রয়োজনীয় অংশ। নামাজ, কুরআন তিলাওয়াতসহ যেকোনো ইবাদতের জন্য অজু অপরিহার্য। নবী করিম হযরত মুহাম্মদ (সা.) তাঁর শিক্ষা ও আদর্শে অজুর গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

রাসুলে পাক (সা.) অজুর পর একটি বিশেষ দোয়ার পাঠের কথা নির্দেশ দিয়েছেন, যা পাঠ করলে জান্নাতের আট দরজা খুলে যাবে বলে সুখবর দেওয়া হয়েছে। এই দোয়া পাঠকারীর জন্য জান্নাতের পথ সুগম করে দেয় এবং আল্লাহর রহমত অর্জনের পথ প্রশস্ত করে।

বিশেষজ্ঞ ধর্মীয় শিক্ষাবিদরা বলেন, অজুর পর এই দোয়াটি নিয়মিত পাঠ করলে একজন মুসলমানের জীবনে নেক আমল ও আত্মিক প্রশান্তি বৃদ্ধি পায়। পবিত্রতা বজায় রেখে সৎ ও ধার্মিক জীবনযাপন করাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে বড় মাধ্যম।

বিজ্ঞাপন

মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে, প্রতিদিন অজুর পর রাসুল (সা.) এর নির্দিষ্ট দোয়াটি নিয়মিত পাঠ করে জান্নাতের সুসংবাদ লাভের জন্য চেষ্টা চালিয়ে যেতে।

দোয়াটি হলো- 

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

বিজ্ঞাপন

উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, আল্লাহুম্মাজ আলনি মিনাল মুতাতাহহিরিন। 

অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো অংশীদার নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ (সা.) তার বান্দা ও রাসুল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন।

বিজ্ঞাপন

হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুলে পাক (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে অতঃপর এই দোয়া পড়বে তার জন্য জান্নাতের আট দরজা খোলা হবে। সে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তাতে প্রবেশ করবে। (মুসলিম, হাদিস নম্বর : ২৩৪, তিরমিজি, হাদিস : ৫৫)

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD