রোজা আর কতদিন পর? মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের সম্ভাব্য সময় জানুন

পবিত্র রমজান মুসলমানদের কাছে বছরের সবচেয়ে বরকতময় মাসগুলোর একটি। ২০২৬ সালের রমজান শুরু হতে আর বেশি সময় নেই। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি)–এর হিজরি–টু–গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুসারে, আগামী বছরের রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। সেই হিসাবে প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
বিজ্ঞাপন
সে হিসাবে আজ (১২ ডিসেম্বর) থেকে রোজা শুরু হতে এখনো ৬৯–৭০ দিন বাকি।
মধ্যপ্রাচ্যের তারিখের তুলনায় সাধারণত এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপিত হয়। সে হিসেবে বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো রোজা। এ ইবাদতের মাধ্যমে একজন মুসলমান নিজ আত্মাকে পরিশুদ্ধ করেন এবং আল্লাহর কাছে নৈকট্য অর্জন করেন। রোজা মানুষকে—
ধৈর্য ও আত্মসংযম শিখায়
নৈতিকতা ও শুদ্ধতার পথে চালিত করে
বিজ্ঞাপন
ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতার মাধ্যমে গরিব–দুঃখীদের প্রতি সহানুভূতির বোধ জাগায়
দান–সদকা ও সৎকর্মে আগ্রহী করে
বিজ্ঞাপন
রমজানকে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে বর্ণনা করা হয়। এ মাসে প্রতিটি সৎকর্মের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয় বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।








