Logo

মোবাইলে কুরআন তিলাওয়াত শুনলে সওয়াব হবে কি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩৪
3Shares
মোবাইলে কুরআন তিলাওয়াত শুনলে সওয়াব হবে কি
ছবি: সংগৃহীত

মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত শোনাও একটি ইবাদত ও আল্লাহর রহমত লাভের মাধ্যম হিসাবে কাজ করে। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘এবং যখন কোরআন পাঠ করা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করবে এবং চুপ করে থাকবে, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। (সুরা আরাফ, আয়াত, ২০৪)

বিজ্ঞাপন

ইমাম তাবারি (রা.) ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তায়ালা তার মুমিন বান্দাদের এ নির্দেশ দিয়েছেন যে, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে তা শ্রবণ করো, যেন ভালোভাবে বুঝতে পারো এবং তা থেকে উপদেশ গ্রহণ করতে পারো। আর কোরআন তিলাওয়াতের সময় চুপ করে থাকবে যেন তা বুঝতে, হৃদয়ঙ্গম করতে ও তা নিয়ে চিন্তা-ভাবনা করতে পারো।

কোরআন তিলাওয়াতের সময় কথা বলা যাবে না তাহলে বুঝতে অসুবিধা হবে। আর এভাবে কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারলে তোমরা আল্লাহর রহমত অর্জন করতে পারবে। (তাফসিরে তাবারি, ৯/১৬২)

বিজ্ঞাপন

আলেমরা বলে থাকেন, মোবাইল কোরআন তিলাওয়াত শুনলেও সওয়াব পাওয়া যাবে। তবে কোরআন তেলাওয়াত মনোযোগসহ শ্রবণ করা আবশ্যক।

হাদিস শরিফ থেকে জানা যায়, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তার জন্য বহুগুণ বর্ধিত সাওয়াব লিখা হবে। আর যে ব্যক্তি তা তিলাওয়াত করবে, তার জন্য এই আয়াতটি কিয়ামতের দিন নূরে পরিণত হবে। (মুসনাদে আহমদ, হাদিস : ৮৪৯৪)

বিজ্ঞাপন

ইবনু আব্বাস (রা.) বলেন, যদি কেউ আল্লাহর কিতাবের একটি আয়াতও মনোযোগসহ শ্রবণ করে, তাহলে তা কিয়ামতের দিন তার জন্য নূরে পরিণত হবে। (সুনানুদ দারিমী, হাদিস : ৫৩৬)

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD