Logo

মসজিদে নববীর ২৫ বছরের মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:২১
6Shares
মসজিদে নববীর ২৫ বছরের মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই
ছবি: সংগৃহীত

মদিনার পবিত্র মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর মাধ্যমে মুসলিম উম্মাহ একজন নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।

বিজ্ঞাপন

পবিত্র মসজিদভিত্তিক সংবাদমাধ্যম ‘ইনসাইড দ্য হারামাইন’ জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়।

শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সুমধুর আজান বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল। তিনি মূলত বংশপরম্পরায় এই পবিত্র দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আর তাঁর বাবা মাত্র ১৪ বছর বয়সে এই দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন।

বিজ্ঞাপন

২০০১ খ্রিষ্টাব্দে (১৪২২ হিজরি) শেখ ফয়সাল নোমান মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে মসজিদে নববীতে আজান দিয়েছেন। তাঁর এই চিরবিদায়ে বিশ্বজুড়ে মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD