Logo

সাদা চুল ও দাড়ি: মুমিনের নূর এবং তা উপড়ে ফেলার নিষেধাজ্ঞা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:২৯
1Shares
সাদা চুল ও দাড়ি: মুমিনের নূর এবং তা উপড়ে ফেলার নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

দাড়ি রাখা কোনো ফ্যাশন নয়, এটি ইবাদত। গোঁফ ছোট রাখা এবং দাড়ি লম্বা রাখা মুসলমানদের ধর্মীয় প্রতীক। এটি মহানবী (সা.)- সহ অন্য সব নবী-রাসুলদের সুন্নত। সুন্নাহসম্মত দাড়ি কোনো ব্যক্তি মুসলিম হওয়ার অন্যতম নিদর্শন।

বিজ্ঞাপন

কিন্তু দাড়ি মুণ্ডন করা কিংবা কর্তন (যখন এক মুঠ থেকে কম) করা হারাম এবং কবিরা গুনাহ। হযরত আয়েশা (রা.) বলেছেন, রাসুল (সা.) বলেন, ‘দশটি কাজ প্রকৃতির অন্তর্গত, এর মধ্যে প্রথম দুইটি হচ্ছে- গোঁফ খাটো করা, দাড়ি বড় করা।’ (মুসলিম ২/৫১১)

তবে জেনে রাখুন হাদিস-সুন্নাহর বিধান অনুযায়ী দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহর রাসুল (সা.) দাড়ি রাখার আদেশ দিয়েছেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেছেন, ‘আল্লাহর রাসুল (সা.) মোঁচ কাটার ও দাড়ি লম্বা করার আদেশ করেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস ১/১২৯)

বিজ্ঞাপন

অনেক ধরনের হাদিসে আদেশের শব্দগুলোও বর্ণিত হয়েছে যেমন- আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘মুশরিকদের বিরোধিতা করো। দাড়ি বাড়াও ও মোচ কাট।’ (বুখারি, হাদিস : ২/৮৭৫)

বার্ধেক্যের কারনে অনেকের চুল দাড়ির রঙে পরিবর্তন আসে। এ সময় চুল- দাড়ি উঠাতে নিষেধ করেছেন রাসুল (সা.)।রাসুল (সা.) বলেন, তোমরা শরীরের সাদা চুলগুলো উঠিয়ে ফেলো না। কারণ, কোন মুসলমানের চুল তার ইসলামী জীবন যাপনের মধ্য দিয়েই পেকে সাদা হয়ে গেলে তা কিয়ামতের দিন তার জন্য আলো হিসেবে উদ্ভাসিত হবে।

বিজ্ঞাপন

অন্য এক বর্ণনায় রাসুল (সা.) বলেন, তার প্রতিটি চুলের বিপরীতে আল্লাহ তায়ালা তাকে একটি করে সাওয়াব এবং তার গুনাহ সমূহ থেকে একটি করে গুনাহ ক্ষমা করে দিবেন। (আবু দাউদ, হাদিস : ৪২০২)

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD