Logo

কেআইবি প্রশাসকের চেয়ার আকড়ে ধরেছে আবদুর রব

profile picture
বশির হোসেন খান
২৯ অক্টোবর, ২০২৫, ১৩:১৩
10Shares
কেআইবি প্রশাসকের চেয়ার আকড়ে ধরেছে আবদুর রব
ছবি: পত্রিকা থেকে নেওয়া।

দুর্নীতি, অনিয়ম আর ক্ষমতার অপব্যবহারের কত রূপ, তা দেখাচ্ছেন কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-এর প্রশাসক লে. কর্নেল (অব.) মো. আবদুর রব খান। বিভিন্ন অনিয়মের মাধ্যমে সম্পদ গড়ার পাশাপাশি অসাধু উপায়ে কামাচ্ছেন কাড়িকাড়ি টাকা। ক্ষমতার দাপটে কাউকেই যেন গ্রাহ্য করেন না। টাকা ছাড়া কিছুই বোঝেন না এই দাপুটে কর্মকর্তা। এ যেন কেআইবি’র দুর্নীতির সোনার হরিণ। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এ্যাব)।

বিজ্ঞাপন

দুর্নীতির ফিরিস্থি তুলে ধরে সংগঠনের নেতারা। তারা বলেন, টাকা দিলে মিলে যাচ্ছে চাকরি। দুর্নীতি করেও নানা কারিশমায় পার পেয়ে যাচ্ছেন তিনি। প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা তার অপসারণ ও গঠিত নির্বাচন কমিশন বাতিলের দাবি তুলেন।

কেআইবির সদস্যরা অভিযোগ করে বলেন, প্রশাসক আবদুর রব খান সংগঠনের সদস্যদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই একতরফাভাবে নির্বাচন কমিশন গঠন করেছেন এবং তফসিল ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

এ্যাব সদস্যরা বলেন, প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকে কেআইবির প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। কিছু সিদ্ধান্ত ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নেওয়া হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী। অভিযোগে আরও বলা হয়েছে, প্রশাসক আবদুর রব খান মেয়াদ শেষ হওয়ার পরও প্রশাসকের দায়িত্বে বহাল রয়েছেন, যা আইনি দিক থেকেও প্রশ্নবিদ্ধ। সংগঠনের সদস্যরা অভিযোগ করেছেন যে, প্রশাসকের অনুমোদনে কিছু আর্থিক কার্যক্রমেও অনিয়ম দেখা গেছে, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে, প্রশাসক আবদুর রব খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে, “সব কার্যক্রমই প্রতিষ্ঠানের নিয়ম মেনে হয়েছে, এবং নির্বাচনের আয়োজন স্বচ্ছভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে।” এদিকে, কেআইবির ভবন প্রাঙ্গণে সম্প্রতি এক বিক্ষোভে কৃষিবিদ সদস্যরা প্রশাসকের পদত্যাগ দাবি করে স্লোগান দেন এবং নির্বাচন তফসিল বাতিলের আহ্বান জানান। সংগঠনটির সিনিয়র সদস্যরা মনে করেন, দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলো যাচাই করা জরুরি, নচেৎ কেআইবির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অভিযোগ সূত্র বলছে, দেশের প্রায় ৩৫ হাজার কৃষিবিদের সংগঠন কেআইবি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত একটি জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান। ২০২৫ সালের ২০ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তর লে. কর্নেল (অব.) মো. আবদুর রব খানকে ৯০ দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়, শর্ত ছিল ওই সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। কিন্তু অভিযোগ রয়েছে, ৯০ দিন পেরিয়ে গেলেও প্রশাসক নির্বাচনী প্রক্রিয়া শুরু করেননি, বরং জাতীয় নির্বাচনের আগে জানুয়ারিতে কেআইবির নির্বাচন তফসিল ঘোষণা করেছেন, যা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ।

বিজ্ঞাপন

এই প্রতিষ্ঠান দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারীভাবে পরিচালিত হয়ে আসছে। স্বৈরাচার পতনের পর বিগত সরকারের অনুসারী কৃষিবিদ নেতৃবৃন্দ পালিয়ে যাওয়ার পর সমাজসেবা অধিদপ্তর কেআইবি সুষ্ঠু পরিচালনা ও নির্বাচন অনুষ্ঠানের

প্রশাসক নিয়োগ দিলে একটু আশার আলো দেখছিলো সংগঠনের সদস্যরা।

কিন্তু নিয়ম-নীতির তোয়াক্কা না করে নানা কৌশলে লাখ লাখ টাকা লুটপাট শুরু করেছেন। তবে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহুত্বে জানুয়ারী মাসে কেআইবি’র নির্বাচনের তারিখ ঘোষনা করেছে কথিত নির্বাচন কমিশন। যদিও কেআইবি সদস্যরা এই নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সংগঠনের নেতারা বলেন, আবদুর রব খান সদস্যদের কোনো পরামর্শ ছাড়াই নিজ ইচ্ছামতো নির্বাচন কমিশন গঠন করেছেন। তিনি মেয়াদোত্তীর্ণ অবস্থায় প্রশাসকের দায়িত্বে বহাল থেকে গঠনতন্ত্র ও সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা লঙ্ঘন করেছেন।

এ্যাবের সদস্য সচিব শাহদাত হোসেন বিপ্লব বলেন,“এই প্রশাসক দায়িত্ব নিয়ে কেআইবিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। তিনি আত্মীয়-স্বজন ও একটি ইসলামী রাজনৈতিক দলের অনুসারীদের নির্বাচন কমিশনে বসিয়েছেন। কেন জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে জানুয়ারিতে কেআইবির নির্বাচন ঘোষণা করা হলো সেটিই এখন প্রশ্ন।” তিনি আরও বলেন, “আমরা কেআইবির সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন চাই। প্রশাসকের পদে থেকে তিনি লুটপাট শুরু করেছেন, যা মেনে নেওয়া যায় না।” নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, কোনো একটা গোষ্ঠিকে সুবিধা দিতে তার এই আয়োজন।

বিজ্ঞাপন

এ বিষয় কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-এর প্রশাসক লে. কর্নেল (অব.) মো. আবদুর রব খান এর মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD