Logo

জনবাণীতে সংবাদ প্রকাশের পর কেআইবি প্রশাসকের নিয়োগ বাতিল

profile picture
বশির হোসেন খান
২৯ অক্টোবর, ২০২৫, ১৩:৩২
13Shares
জনবাণীতে সংবাদ প্রকাশের পর কেআইবি প্রশাসকের নিয়োগ বাতিল
ফাইল ছবি।

জনবাণীতে সংবাদ প্রকাশের পর কৃষিবিদদের জাতীয় সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর প্রশাসক লে. কর্নেল (অব.) মো. আব্দুর রব খানের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

লে. কর্নেল (অব.) আব্দুর রব খানের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) দীর্ঘদিন ধরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান এবং সর্বশেষ গত মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে।

কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব জানান, দায়িত্ব নেওয়ার পর প্রশাসক ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা থাকলেও তা না করে তিনি বিভিন্ন উন্নয়ন কাজ ও নিয়োগ কার্যক্রমে জড়িয়ে পড়েন, যা বিধিবিধানের পরিপন্থি। দায়িত্ব গ্রহণের পর থেকেই অনুমতি ছাড়া অপ্রয়োজনীয় উন্নয়ন, অতিরিক্ত ব্যয়, আত্মীয়-স্বজন নিয়োগ ও নিয়মবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ার নানা তথ্য প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন

কেআইবি সদস্যদের অভিযোগ, প্রশাসক নির্বাচন আয়োজন না করে ব্যক্তিস্বার্থে কোটি টাকার উন্নয়ন খাতে ব্যয়ের নামে অর্থ অপচয় করেছেন। সমাজসেবা অধিদপ্তরের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রশাসক কোনো উন্নয়ন বা নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকা অবস্থায় তা অমান্য করেন।

তার মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না দিয়ে সময়ক্ষেপণ করায় ক্ষোভ ও বিক্ষোভ বাড়তে থাকে সদস্যদের মধ্যে। এতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

লে. কর্নেল (অব.) মো. আব্দুর রব খানকে গত বছরের অক্টোবরে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে চার দফায় তার মেয়াদ বাড়িয়ে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত করা হয়। অবশেষে আজ সমাজসেবা অধিদপ্তর থেকে তার নিয়োগ বাতিলের খবর জানানো হলো।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD