Logo

পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করার পরামর্শ দিলেন মিয়াদাদ

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ২৩:৩৯
39Shares
পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করার পরামর্শ দিলেন মিয়াদাদ
ছবি: সংগৃহীত

আমি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকলে ভারতে বিশ্বকাপ খেলতে যেতাম না।

বিজ্ঞাপন

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আক্রমণ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ। তার স্পষ্ট বক্তব্য, “এশিয়া কাপ খেলতে বিসিসিআই যখন পাকিস্তানে দল পাঠাচ্ছে না, তখন পাকিস্তানেরও বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার দরকার নেই।”

খসড়া সূচি অনুসারে, ১৫ অক্টোবর আমেদাবাদে ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু মিয়াদাদ বলছেন, “পাকিস্তান ২০১২ এবং ২০১৬ সালে ভারত সফরে গিয়েছিল। এবার ভারতের পালা পাকিস্তানে আসার।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপরই মিয়াদাদের সংযোজন, “আমি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকলে ভারতে বিশ্বকাপ খেলতে যেতাম না। আমরা বরাবরই ভারতের বিরুদ্ধে খেলতে আগ্রহী। কিন্তু ভারত কোনও আগ্রহ দেখায় না।”

বিজ্ঞাপন

তিনি আরও  বলেন, “পাকিস্তান ক্রিকেটকে এত হেয় করার কিছু নেই। আমরা নিয়মিত প্রতিভা তুলে আনছি। তাই মনে হয় না, ভারতে খেলতে না গেলে পাকিস্তান ক্রিকেটের বড় কিছু ক্ষতি হয়ে যাবে। আমার পরিষ্কার কথা, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে, এবার আমাদেরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD