Logo

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ২২:১১
35Shares
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জরিমানা
ছবি: সংগৃহীত

মন্থর ওভার রেটের কারণে উভয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

চলমান অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের রুদ্ধশ্বাস সমাপ্তির পর শাস্তির মুখে পড়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ওপর। মন্থর ওভার রেটের কারণে উভয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এছাড়া ম্যাচ ফি কেটে নেওয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র থেকে দুই দলের ২ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে।  বুধবার  (২২ জুন) এক বিবৃতিতে দুই দলের শাস্তির কথা জানায় আইসিসি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এজবাস্টন টেস্টে নির্ধারিত সময়ে ২ ওভার কম করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আইসিসির নিয়ম অনুসারে, “মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনে রয়েছে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে জরিমানার বিধান।”

বিজ্ঞাপন

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি দায় স্বীকার করে মেনে নিয়েছেন দুই অধিনায়ক প্যাট কামিন্স ও বেন স্টোকস।  তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD