Logo

ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৬:৫৩
ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি
ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না বিরাট কোহলি। মাত্র এক সপ্তাহ আগে প্রায় পাঁচ বছর পর এক নম্বরে উঠে এলেও দুর্দান্ত পারফরম্যান্সে তাকে টপকে গেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারিল মিচেল।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডেতে ৯৩ রানের ইনিংস খেলে গত ১৪ জানুয়ারি রোহিত শর্মাকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন কোহলি। তবে একই সিরিজে ধারাবাহিক ব্যাটিংয়ে কোহলির ওপর চাপ তৈরি করেন মিচেল। শেষ দুই ম্যাচে তিনি অপরাজিত ১৩১ ও ১৩৭ রানের ইনিংস খেলেন, দুটিতেই ছিল শতভাগের বেশি স্ট্রাইক রেট।

রোববার সিরিজের শেষ ম্যাচে ৫৪তম ইনিংসে নবম ওয়ানডে সেঞ্চুরি করেন মিচেল। তিন ম্যাচের সিরিজে তার মোট রান দাঁড়ায় ৩৪২, যা নিউজিল্যান্ডের হয়ে তিন ম্যাচের কোনো ওয়ানডে সিরিজে সর্বোচ্চ সংগ্রহ। এই তালিকায় তিনি আছেন বাবর আজম ও শুভমান গিলের (৩৬০) পরেই।

বিজ্ঞাপন

অন্যদিকে, শেষ দুই ম্যাচে কোহলির ব্যাট থেকে আসে ২৩ ও ১২৪ রান। গত সপ্তাহে কোহলির রেটিং পয়েন্ট ছিল ৭৮৫, মিচেলের ছিল ৭৮৪। সর্বশেষ হালনাগাদে সেই ব্যবধান বড় আকার ধারণ করেছে—মিচেলের রেটিং পয়েন্ট এখন ৮৪৫, আর কোহলির নেমে এসেছে ৭৯৫-এ।

এর মধ্য দিয়ে ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয়বারের মতো শীর্ষস্থানে উঠলেন ড্যারিল মিচেল। এর আগে গত নভেম্বরে মাত্র তিন দিনের জন্য এক নম্বরে ছিলেন তিনি, পরে রোহিত শর্মার কাছে স্থান হারান।

বিজ্ঞাপন

বর্তমান র‌্যাংকিংয়ে মিচেল ও কোহলির পরের অবস্থানে রয়েছেন ইব্রাহিম জাদরান, রোহিত শর্মা ও শুভমান গিল। এদিকে নিউজিল্যান্ডের আরেক ব্যাটার গ্লেন ফিলিপস বড় লাফ দিয়েছেন। তৃতীয় ম্যাচে ৮৮ বলে ১০৬ রানের ইনিংস খেলে তিনি ৩৬তম স্থান থেকে উঠে এসেছেন ২০ নম্বরে। মিচেলের সঙ্গে চতুর্থ উইকেটে ২১৯ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের ৪১ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফিলিপস।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD